হাসপাতাল ছাড়লেন ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন

প্রাণঘাতি করোনা ভাইরাসের চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ১০ দিন পর রবিবার বরিস জনসনকে রিলিজ দেয় লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল। তবে অবিলম্বে কাজে ফিরবেন না বলে জানায় ডাউনিং স্ট্রিট। খবর: বিবিসি।

ফেরার সময় উত্তম সেবা দেওয়ার সেন্ট টমাস হাসপাতালের সবাইকে ধন্যবাদ জানান বরিস জনসন।

প্রায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এরপর তাকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালের ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।

প্রসঙ্গত, করোনায় আক্রান্ত হয়েই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্ট থেকে জানিয়েছিলেন, গত ২৪ ঘণ্টায় আমার শরীরে করোনার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। পরীক্ষায় এসেছে, আমার শরীরে করোনা ভাইরাস রয়েছে। আমি সেলফ আইসোলেশনে রয়েছি। কিন্তু এখান থেকেই ভাইরাস বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.