হাসপাতালে রজনীকান্ত

তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রক্তচাপের মাত্রা ওঠানামা করায় শুক্রবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে বুধবার রজনীকান্তের ‘আনাত্তে’ সিনেমার টিমের কয়েকজন সদস্যের করোনা টেস্টে পজিটিভ আসে। এরপরই ঐ ছবির শুটিং বন্ধ করে দেয় নির্মাতারা। তবে রজনীকান্ত কোভিড টেস্টে নেগেটিভ হয়েছিলেন।

করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর কিছুদিন আগে ‘আনাত্তে’ সিনেমার শুটিং শুরু হয়। হায়দরাবাদে এর শুটিং চলছিল।

You might also like

Comments are closed.