`এবারের চ্যালেঞ্জ হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা’

রংপুরে ইসি মো. সানাউল্লাহ

হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

ইসি সানাউল্লাহ বলেছেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি। এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেওয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একইসঙ্গে সমভাবে ভোট আয়োজনে পদক্ষেপ নেওয়া হবে।

রবিবার (২৬ জানুয়ারি) রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছিলেন তিনি।

মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না।


রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন ইসি মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন ইসি সানাউল্লাহ।

মতবিনিময় শেষে নগরীর লাইন্স স্কুলে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.