হামজা-সোহেলের গোলে ভুটানকে হারাল বাংলাদেশ

ঢাকার জাতীয় স্টেডিয়াম, গ্যালারিতে দর্শকদের ঢল, আর তার মাঝেই ফিরল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত-বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয়। ভুটানের বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জয় এনে দিলেন হামজা চৌধুরী ও সোহেল রানা।

ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। কর্নার থেকে বক্সে বল ভাসিয়ে দেন অধিনায়ক জামাল ভূঁইয়া। নিখুঁত পজিশনে থাকা হামজা মাথা ছুঁইয়ে দেন বলের দিকে, আর তা সরাসরি জালে। দর্শকরা তখনই বুঝে ফেলেন, এই ম্যাচে দেখা যাবে ভিন্ন এক বাংলাদেশ।

 

 

প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ করলেও আর গোল পায়নি স্বাগতিক দল। তবে দ্বিতীয়ার্ধে সেই অপেক্ষার অবসান করেন সোহেল রানা। বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত এক রকেট গতির শট ভুটানিজ গোলকিপারের হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। সেই গোল ছিল যেমন দৃষ্টিনন্দন, তেমনি আত্মবিশ্বাস জাগানিয়া।

খেলার ৬ মিনিট হামজার হেডে প্রথম গোল এরপর ৭১ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শটে দ্বিতীয় গোল! ব্যস দারুণ এক জয় সঙ্গী হয়ে গেল বাংলাদেশের। পুরো ম্যাচে বলের নিয়ন্ত্রণে ও আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশ

দীর্ঘ ৫৫ মাস পর ঢাকার মাঠে ফিরল আন্তর্জাতিক ফুটবল। নতুন করে সাজানো স্টেডিয়ামে নতুন দিনের শুরুও হলো দারুণ জয় দিয়ে।

বিস্তারিত আসছে…

You might also like

Comments are closed.