হামজা-ফাহমিদুলদের সামনে এখন যে সমীকরণ
সিঙ্গাপুরের কাছে ২-১ ব্যবধানে হেরে ২০২৭ এশিয়ান কাপ খেলার লড়াইয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ফুটবল দল। তবে সব আশা শেষ হয়ে যায়নি। এখনো সুযোগ রয়েছে জামাল ভূঁইয়া-হামজা চৌধুরীদের সামনে, তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে অনেক কিছুই মিলিয়ে ফেলতে হবে।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ২৪টি দল ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে সৌদি আরবে অনুষ্ঠিতব্য মূল পর্বে।
‘সি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং। এখন পর্যন্ত প্রতিটি দলই খেলেছে দুটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় সিঙ্গাপুর ও হংকং ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে। বাংলাদেশ ও ভারতের পয়েন্ট ১ করে, তবে গোল ব্যবধানে বাংলাদেশ তিনে ও ভারত চারে।
বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে বাকি চার ম্যাচেই জিততে হবে। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ১৩। তবে শুধু নিজেরা জিতলেই হবে না, নজর রাখতে হবে প্রতিপক্ষ দলগুলোর ফলাফলের দিকেও। এক নজরে প্রয়োজনীয় সমীকরণগুলো দেখে নেয়া যাক-
সব ম্যাচে জয় দরকার
বাংলাদেশকে বাকি চারটি ম্যাচেই জিততে হবে। সেক্ষেত্রে তাদের মোট পয়েন্ট হবে ১৩।
হংকংয়ের সর্বোচ্চ ১০ পয়েন্ট হলে
হংকংয়ের এখন ৪ পয়েন্ট। যদি বাংলাদেশ হংকংকে দুই ম্যাচেই হারায় এবং হংকং বাকি দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরকে হারায়, তাহলেও তাদের সর্বোচ্চ পয়েন্ট হবে ১০। যা বাংলাদেশ থেকে কম।
সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানে জয়
সিঙ্গাপুর যদি বাকি তিন ম্যাচ (ভারত, হংকং, হংকং) জিতে এবং বাংলাদেশের কাছে হেরে যায়, তাহলে তাদেরও পয়েন্ট হবে ১৩। এই অবস্থায় গোল ব্যবধানে এগিয়ে থাকতে হলে বাংলাদেশকে সিঙ্গাপুরের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেতে হবে।
ভারতের সম্ভাবনা
ভারতের এখন ১ পয়েন্ট। বাংলাদেশ যদি ভারতকে হারায়, তাহলে ভারতের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১০। তারা আর বাংলাদেশকে টপকাতে পারবে না।

Comments are closed.