হামজার দুর্দান্ত গোলের পরও লিস্টারের বিদায়

কারাবাও কাপে লিগ ওয়ানের হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে নাটকীয় ম্যাচে জয় হাতছাড়া করেছে লিস্টার সিটি। দুর্দান্ত এক দূরপাল্লার শটে দলকে এগিয়ে দিলেও শেষ পর্যন্ত নায়ক থেকে খলনায়কে পরিণত হন দলের অধিনায়ক হামজা চৌধুরী।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল লিস্টার। দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে ক্যারিয়ারের দ্বিতীয় সিনিয়র গোলটি করেন হামজা। তবে মাত্র ১১ মিনিট পরই নিজের ডি-বক্সে অপ্রয়োজনীয় ফাউল করে বসেন তিনি, যা থেকে পাওয়া পেনাল্টিতে সমতায় ফেরে স্বাগতিক হাডার্সফিল্ড। লিস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিক প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিলেও রিবাউন্ডে গোল করেন ড্যানিয়েল ভস্ট।

৬৯তম মিনিটে হ্যারি উইঙ্কসের বাঁকানো শটে আবারও এগিয়ে যায় লিস্টার, কিন্তু ৭৪তম মিনিটে ক্যামেরন আশিয়ার গোল ম্যাচে ফেরায় সমতা। নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায় লড়াই।

পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ড গোলকিপার লি নিকলস জর্ডান আইয়ু ও কেসি ম্যাকএটিয়ারের শট ঠেকিয়ে দেন, আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে টাইব্রেকারে হেরে বিদায় নেয় গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া লিস্টার।

You might also like

Comments are closed.