হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ খুন

রাজধানীর উত্তরখান পশ্চিমপাড়া এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারা গেছেন হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষক সাইফুর রহমান ভুইঁয়া। তিনি কলেজটির গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

সাইফুর রহমান ভুইঁয়া এক সময় কলেজটির ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কলেজের ফিন্যান্স বিভাগের শিক্ষক ফয়সাল আহম্মেদ জানান, সোমবার (১০ মার্চ) সকাল ৭টায় তাকে আহত অবস্থায় উদ্ধারের পর উত্তরার লেকভিউ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, তাকে সঙ্গবদ্ধ অপরাধীরা কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

উত্তরখান এলাকায় নিহত শিক্ষক সাইফুর রহমানে কেনা জমি রয়েছে। ব্রাহ্মনবাড়িয়ার সন্তান সাইফুর রহমান ব্যক্তিজীবনে ২ সন্তানের পিতা, তিনি পল্টন এলাকায় থাকতেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.