হাদি হয়তো ফিরবে আরও জোরালো গর্জনে: চমক

রাজনৈতিক সহিংসতার ঘটনায় যখন দেশজুড়ে উদ্বেগ আর উৎকণ্ঠা, তখন আবারও সরব হয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির ওপর প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “হাদি ফিরে এলে আরও শক্ত কণ্ঠে কথা বলবে। আর যদি না ফেরে, তার নামই হয়ে উঠবে নতুন প্রজন্মের লড়াইয়ের ঘোষণা।” এই বক্তব্য মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। অনেকেই চমকের মন্তব্যকে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এবং ন্যায়বিচারের দাবিতে সাহসী অবস্থান হিসেবে দেখছেন।

 

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে ে নিয়ে পোস্ট করেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক

হাদির গুলিবিদ্ধ হওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করে চমক তার ভেরিফায়েড ফেসবুক পেজে ে নিয়ে পোস্ট করেন। ছবি: অভিনেত্রীর ফেসবুক

 

 

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.