হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা : সিইসি

ওসমান হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা। এ ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গুলশানে ইয়ুথ ভোটার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি জানিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে। এসব নতুন কোনো ঘটনা নয়। ভোটের সময়  আহসানউল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াও খুন হয়েছিলেন। হাদির ওপর হামলাও বিচ্ছিন্ন ঘটনা।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে সিইসি বলেন, ফেব্রুয়ারীর নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সবাইকে সঙ্গে নিয়ে সবার সহযোগিতায় যথা সময়ে নির্বাচন আয়োজন করবে কমিশন। আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। নির্বাচন পর্যন্ত যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতি রয়েছে, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবেই হবে

তরুণদের ওপর ভর করে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক, সৃষ্টির প্রতীক। আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। তরুণদের নিয়েই হবে এবারের ভোট।

You might also like

Comments are closed, but trackbacks and pingbacks are open.