হাতিরঝিলের বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হচ্ছে র‌্যাপিড পাস

হাতিরঝিল চক্রাকার বাস ও ওয়াটার ট্যাক্সিতে চালু হতে যাচ্ছে র‍্যাপিড পাসের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতি। আগামী ২০ জুলাই থেকে এই স্মার্ট টিকিটিং পদ্ধতি চালু হচ্ছে। ইতিমধ্যে গত ১৪ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)-এর ডেপুটি ট্রান্সপোর্ট প্ল্যানার ধ্রুব আলম গণমাধ্যমকে এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন।

ধ্রুব আলম জানান, চালুর দিন থেকেই বাসগুলো এফডিসি পর্যন্ত ঘুরে আবার হাতিরঝিলে প্রবেশ করবে। এর ফলে জনসাধারণ মেট্রোরেল থেকে নেমে কারওয়ান বাজার থেকে এসে হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস ও ওয়াটার ট্যাক্সিতে একই কার্ড তথা র‍্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, ইতিমধ্যে আমরা র‍্যাপিড পাস ব্যবহার করার জন্য বাসের চারটি কাউন্টার নির্ধারণ করেছি। অন্যদিকে ওয়াটার ট্যাক্সির জন্য দুটি ঘাটে র‍্যাপিড পাস পদ্ধতি চালু হবে।

জানা যায়, প্রাথমিকভাবে র‌্যাপিড পাসের জন্য সব মিলিয়ে ১০টি মেশিন চালু করা হবে। ওয়াটার বাসের দুটি ঘাট এফডিসি ও পুলিশ প্লাজায় মেশিন বসানো হবে। বাকি গুদারাঘাট ও রামপুরায় আগস্টে বসানোর পরিকল্পনা আছে। অন্যদিকে বাসের ১০টি কাউন্টারের মধ্যে ছয়টিতে এফডিসি, পুলিশ প্লাজা, রামপুরা ও বাড্ডা কাউন্টার মেশিন বসানোর কাজ শুরু করা হচ্ছে।

 

You might also like

Comments are closed.