হাইকোর্টের রায় স্থগিত, চ্যানেল ওয়ানের সম্প্রচারে বাধা নেই

বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ানের কার্যক্রম পুনরায় শুরু করতে আর কোনো বাধা নেই। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ২০১০ সালে চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিটিআরসির সিদ্ধান্তকে বহাল রেখে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন।

বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে চ্যানেল ওয়ানের মালিক গিয়াস উদ্দিন আল মামুনের করা লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশ দেন।

চ্যানেল ওয়ানের পক্ষের আইনজীবী পলাশ চন্দ্র রায় বলেন, সুপ্রিম কোর্টের আদেশের পর চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি পেতে এবং কার্যক্রম পুনরায় শুরু করতে আর কোনো আইনি বাধা নেই।

চ্যানেল ওয়ানের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

দেশের বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ওয়ান’ ১৬ বছর আগে বন্ধ হয়ে যায়। ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার কিছু পর তৎকালীন সরকার ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করে দেয়।

বন্ধ হয়ে যাওয়ার প্রায় ১৫ বছর পর গত ২৩ জানুয়ারি চ্যানেল ওয়ানকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেওয়া হয়।

পরবর্তীতে, চ্যানেল কর্তৃপক্ষ বিটিআরসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন। হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

চ্যানেল ওয়ানের লিগ্যাল অফিসার মিজান-উল হক বলেছেন, ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও মামলা নিয়ে আদালতে গেলে চেম্বার জজ আপিল করার অনুমতি দেন।

আদালতের এমন আদেশে সন্তোষ প্রকাশ করেছেন চ্যানেল ওয়ানের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। বলেন, অন্যায়ভাবে চ্যানেল ওয়ান বন্ধ করে দেওয়া হয়েছিল। আজ আদালত ন্যায় বিচার করেছেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.