হাইকোর্টের রায়ে বিএনপির নেতাকর্মীদের উচ্ছ্বাস-মিছিল

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এই খবর পাওয়ার পরপরই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা সমর্থকরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো, এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো।

কয়েকদিন ধরে ইশরাক হোসেনের শপথের দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন তার সমর্থকরা। মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন ছেড়ে রাজধানীর মৎস্য ভবন থেকে কাকরাইল মোড়ে গতকাল রাতভর অবস্থান করেন তার সমর্থকরা। সকালেও শুরু হয় কর্মসূচি। এই কর্মসূচি চলাকালে রিট খারিজ করে দেন হাইকোর্ট।

You might also like

Comments are closed.