হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তিনি অভিনয় জীবন শুরু করেন ‘প্যারাসুট’ তেলের বিজ্ঞাপনের মাধ্যমে। ‘বন্ধু তিন দিন’ শিরোনামের সেই বিজ্ঞাপনটি দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব অর্চিতা স্পর্শিয়া। যেখানে জিরে ভালো লাগার বিষয়গুলো ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে থাকেন। এবার হলুদের ছোঁয়ায় নিজেকে রাঙালেন স্পর্শিয়া।
একগুচ্ছ ছবি ভক্তদের মাঝে শেয়ার করেছেন স্পর্শিয়া। যেখানে তাকে দেখা যায়, হলুদ শাড়িতে খোলা চুলে ক্যামেরাবন্দী হয়েছেন এ অভিনেত্রী। মিষ্টি হাসি চোখের চাহনি আর আবেদনময়ী লুকে ভক্তদের মনে ঝড় তুলেছেন।
কমেন্ট বক্সে নেটিজেনরা স্পর্শিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। একজন নেটিজেন লিখেছেন, ‘চোখ ফেরানো দায়, এত সুন্দর যেন রূপকথার চরিত্র।’ আরেকজন লিখেছেন, ‘ছোটবেলার ক্রাশ এখনও আগের মতো আছে।’
প্রসঙ্গত, অর্চিতা স্পর্শিয়া মডেলিং ও টিভি বিজ্ঞাপনের পাশাপাশি তিনি নাটকে অভিনয় করেও বেশ সুনাম অর্জন করেছেন। এয়ারটেল পরিচালিত ‘ইম্পসিবল ৫’ এ অভিনয় করে ২০১৩ সালে অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।
You might also like

Comments are closed.