স্লোভাকিয়ার জালে গোল উৎসব করে বিশ্বকাপের টিকেট কাটলো জার্মানি
দুই মাস আগে স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরেছিল জার্মানি। আর ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা কখনোই প্রতিশোধ নিতে ভুল করে না। তাই, একের পর এক গোল করে রীতিমতো স্লোভাকিয়ার জালে গোল উৎসব করেছে জার্মানি।
সোমবার (১৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে স্লোভাকিয়ার বিপক্ষে ৬-০ গোলে জিতেছে জার্মানি। লাইপজিগের রেড বুল অ্যারেনায় প্রথমার্ধেই চারবার গোল করে জার্মানরা।
ম্যাচের ১৮তম মিনিটে জার্মানির হয়ে গোল করেন ভোল্টেমাড। জশুয়া কিমিখর ক্রসে হেড করে গোলটি করেন তিনি। এরপর ২৯ মিনিটে লিয়ন গোরেটস্কার থ্রু বল ডি-বক্সে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যানাব্রি।
লিরয় সানে ও ফ্লোরিয়ান ভির্টজের কম্বিনেশনে বিরতির আগে আরও দুবার গোল করে স্বাগতিকরা। ম্যাচের ৩৬তম মিনিটে ভির্টজের লম্বা করে বাড়ানো অসাধারণ পাস ধরে কোণাকুণি শটে নিশানা ভেদ করেন সানে। পাঁচ মিনিট পর ভির্টজের আরেকটি দারুণ ক্রসে খুব কাছ থেকে নিজের দ্বিতীয় গোল করেন সানে।
৬৪তম মিনিটে কিমিখের বদলি হিসেবে নামার তিন মিনিটের মধ্যে গ্যানাব্রির পাসে জোরাল শটে বল জালে পাঠান বাকু।
এদিকে, অভিষেকের দিনেই বাজিমাত করেন ওয়েড্রাওগোর। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার জাতীয় দলের হয়ে প্রথমবার খেলতে নেমেই পেয়ে যান গোলের স্বাদ।
ভির্টজের জায়গায় ৭৭তম মিনিটে মাঠে ঢোকার দুই মিনিটের মধ্যে গোটা স্টেডিয়ামকে আনন্দে ভাসান তিনি। সানের দেয়া বল পেয়ে গড়ানো শটে স্লোভাকিয়ার গোলরক্ষক মার্তিন দুব্রাভকাকে পরাস্ত করেন এই তরুণ জার্মান।
এই জয়ের মধ্য দিয়ে টানা ১৯তম বারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিল জার্মানরা।

Comments are closed.