স্পিকারের সঙ্গে ব্রিটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃটেনের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) সদস্যরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।

তিনি লিখেছেন, “বৃটেন ও বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক রয়েছে। বৃটেনের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের বাংলাদেশ সফর এবং মাননীয় স্পিকারের সাথে একটি চমৎকার বৈঠকের মাধ্যমে দুর্দান্তভাবে ২০২৩ সাল শুরু হলো।”

বাংলাদেশ বিষয়ক ইউকে এপিপিজি’র চেয়ারপারসন রুশনারা আলী এমপি মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত উক্ত
বৈঠকে সফররত প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন বলে জানা গেছে। ইউকে এপিপিজি’র সদস্য টম হান্ট এমপি, জোনাথন নিল রেনল্ডস এমপি, মোহাম্মদ ইয়াসিন এমপি এবং বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন এ সময় উপস্থিত ছিলেন বলে সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন বিষয় ছাড়াও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.