স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করেই সেবা দেবে স্টারলিংক

পরীক্ষামূলক সম্প্রচারে স্টারলিংক নিজস্ব স্যাটেলাইট ব্রডব্যান্ড গেটওয়ে ব্যবহার করলেও বাংলাদেশে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার সময় প্রতিষ্ঠানটিকে স্থানীয় ব্রডব্যান্ড গেটওয়ে বা আইআইজি ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (২৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

এতে আরও বলা হয়, এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালা মেনেই প্রতিষ্ঠানটিকে এই সেবা দিতে হবে।

বিবৃতিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু নিশ্চিত করতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

আশা করা হচ্ছে স্টারলিংকের সেবা চালু হলে দেশের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হবে। এতে দেশের ডিজিটাল প্রেক্ষাপটে অভাবনীয় ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.