স্টারলিংকে সম্প্রচার হবে ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী অনুষ্ঠান: আশিক চৌধুরী

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এ সামিটে অংশ নেবেন ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী। রবিবার (২৩ মার্চ) বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান এ তথ্য জানান।

কর্মসংস্থান বেশ সৃষ্টি করবে এমন বিনিয়োগকে বেশি উৎসাহিত করা হবে উল্লেখ করে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, আগামী ৯ এপ্রিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান স্টারলিংকের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।

আশিক চৌধুরী বলেন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে দীর্ঘমেয়াদি বিনিয়োগ পরিস্থিতি বিষয়ে আশ্বস্ত করতে সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করবে রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি।

এবারের সামিটে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা তুলে ধরে সংস্থাটির চেয়ারম্যান বলেন, ইনভেস্টমেন্ট সামিটে দেশি ২ হাজার উদ্যোক্তার সঙ্গে ৫ শতাধিক বিদেশি বিনিয়োগকারী নিবন্ধন করেছেন।

আশিক চৌধুরী আরও বলেন, বিনিয়োগকারীদের নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত জাপানিজ ইকোনমিক জোন পরিদর্শন করানো হবে।

বিনিয়োগ বৃদ্ধিসহ বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বাংলাদেশের সরাসরি সম্পর্ক জোরদারে এই সামিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আশিক চৌধুরী।

প্রসঙ্গত, গত ৮ মার্চ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, বাংলাদেশে গ্রাউন্ড আর্থ স্টেশন স্থাপনে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের টেলিকম জায়ান্ট স্টারলিংকের অংশীদার হয়ে কাজ করছে কয়েকটি বাংলাদেশি প্রতিষ্ঠান।

এতে বলা হয়, প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে রয়েছে। এই সফরে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করতে সহযোগিতার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে।

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.