সাতক্ষীরার দেবহাটার ইটবোঝাই ট্রলির চাপায় এক শিশু শিক্ষার্থীর প্রাণ গেছে। এ ঘটনায় ট্রলি চালককে আটক করে পুলিশে হস্তান্তর করেছে এলাকাবাসী।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৮ বছর বয়সী মারিয়া আফরিন মিম শিমুলবাড়িয়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাতে দেবহাটা থানার এসআই তন্ময় সাহা বলেন, “মিম স্কুলের সামনে চলন্ত ইটবোঝাই ট্রলির চাপায় নিহত হয়। এ সময় স্থানীয় এলাকাবাসী ট্রলি চালক মনিরুল ইসলাম মুন্নাকে আটক করে পুলিশে খবর দেয়। তবে এ ঘটনায় মিমের লাশের ময়নাতদন্ত এবং কোনো ধরনের অভিযোগ দিতে তার পরিবার অস্বীকৃতি জানিয়েছে।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রবিবার সকালে হেটে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল মিম। কিন্ত স্কুলে পৌঁছানোর আগেই দ্রুতগামী ইটবোঝাই একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মাথাসহ মুখমন্ডল পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।
দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ট্রলিচালক মুন্নাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে দেবহাটা উপজেলাব্যাপী ইট ভাটার মাটি ও ইট সরবরাহে নিয়োজিত ট্রলি, ডাম্পার ট্রাকসহ অন্য অবৈধ যানবাহন রাতদিন দাপিয়ে বেড়ানোয় প্রতিনিয়ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। এতে ক্ষুব্ধ উপজেলাবাসি এসব অবৈধ যানবাহন চলাচল বন্ধে বারবার উপজেলা প্রশাসনের কাছে দাবি জানালেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।