সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রোববার

পবিত্র ঈদুল ফিতরের দিন ঘোষণা করেছে সৌদি আরব। দেশটিতে রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে। স্থানীয় সময় শনিবার (২৯ মার্চ) সন্ধ্যায় দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে এবার ২৯টি রোজা পালন করল সৌদি আরবের মুসল্লিরা। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে, ভারত ও পাকিস্তানেও ঈদুল ফিতরের দিন ঘোষণা করা হয়েছে। দেশ দুটিতে সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে। এর আগে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল ফিতরের ঘোষণা দেয় মালয়েশিয়া ও ব্রুনাই। দেশ দুটিতেও আগামী সোমবার ঈদ উদযাপন করা হবে।
সবার আগে এ বছর ঈদুল ফিতরের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। সেখানেও আগামী সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

You might also like

Comments are closed.