সোহানের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সফরে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের টেস্ট খেলতে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। প্রথম দুই ওয়ানডের জন্য আগেই বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি, তবে অধিনায়কের নাম জানা যায়নি তখন। আজ,রোববার (৪ মে) জানা গেল-দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।

বাংলাদেশ ‘এ’ দলের কোচ মিজানুর রহমান বাবুল সিলেটে সাংবাদিকদের জানান, ‘অধিনায়ক অলরেডি চূড়ান্ত। সোহানই দলকে নেতৃত্ব দেবে। আমরা দেশের হয়ে খেলছি, তাই আমাদের লক্ষ্যও দেশের মান রক্ষা করা ও উন্নত ক্রিকেট উপহার দেওয়া।’

সফরের সূচি অনুযায়ী ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রথম ওয়ানডে। এরপর দ্বিতীয় ম্যাচ ৭ মে, একই ভেন্যুতে। সিরিজের শেষ ওয়ানডে ১০ মে, সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চার দিনের টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচ শুরু ১৪ মে, সিলেটে। আর দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

You might also like

Comments are closed.