সোশ্যাল সাইটে নতুন ট্রেন্ড `মুশফিকের আয়নাবাজি’
টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে গতকাল সোমবার ১৩০ রানের বিশাল জয় পেয়েছে আফগানিস্তান। যা টি-টোয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয়। আফগানরা যাদের হারিয়েছে, সেই স্কটল্যান্ডের কাছেই মুখ থুবড়ে পড়েছিল বাংলাদেশ! আইসিসির সহযোগী এই দেশের বিপক্ষে নূন্যতম প্রতিরোধও গড়তে পারেনি ২১ বছর ধরে টেস্ট খেলা বাংলাদেশ। দেশজুড়ে শুরু হয় সমালোচনা। সেই সমালোচনা গ্রহণ করার ক্ষমতাও নেই টাইগারদের। মুশফিকের ‘আয়নায় মুখ দেখা’ তো এখন সোশ্যাল সাইটে নতুন ট্রেন্ড।
শ্রীলঙ্কার কাছে হেরে সুপার টুয়েলভ শুরু করেছে বাংলাদেশ। বেশিরভাগ তরুণদের নিয়ে গড়া লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের পারফর্মেন্স ছিল মলিন। ব্যাটিংটা যাও একটু ভালো হয়েছে, বোলিং-ফিল্ডি-ক্যাপ্টেন্সি ছিল যাচ্ছেতাই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে মুশফিকুর রহিম সমালোচকদের আয়নায় মুখ দেখতে বলেন। এর আগে মাহমুদউল্লাহও বলেছিলেন, ‘আমরাও মানুষ’। যার বিপরীতে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের বক্তব্য জনপ্রিয়তা পায়- ‘দর্শকরাও মানুষ, বোর্ডে যারা আছে তারাও মানুষ। খারাপ খেললে সমালোচনা শুনতে হবে।’
মুশফিকের সেই বক্তব্য নিয়ে এখন সোশ্যাল সাইটে ট্রল হচ্ছে অবিরাম। মাযহারুল ইসলাম যেমন লিখেছেন, ‘ সমালোচনা করতে পারছি না, কারণ বাসায় আয়না নেই।’ কেউ কেউ আবার মাহমুদুন্নবীর সেই অমর গান ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ দিয়ে মজা করছে। একটি স্যাটায়ার পেইজ লিখেছে, ‘ বাজারে আসলো মুশফিক ব্র্যান্ডের আয়না, চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে ব্যবসায়ীরা!’ ফারজানা জহির পমি লিখেছেন, ‘কোথাও কোনো আয়না নাই! সকালেই নাকি সব বিক্রি হয়ে গেছে।’
পাকিস্তানের কাছে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে হারের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি স্বীকার করেছিলেন, ‘পাকিস্তান আমাদের চেয়ে ভালো খেলেছে তাই আমরা হেরেছি’। আর বাংলাদেশের অধিনায়কদের কথা শুনলে মনে হয় যত দোষ ক্রিকেটপ্রেমীদের। তারা সমালোচনা করেন বলেই মাঠে হার দেখতে হয়। সমস্যা শুধু ক্রিকেটারদের নয়, সমস্যা বোর্ড এবং সিস্টেমে। টেস্ট মর্যাদা পাওয়ার ২১ বছর পরও সাদা পোশাকে বাংলাদেশ দুর্বলতম দল। আর টি-টোয়েন্টির হার্ডহিটার খুঁজতে বিসিবির নেই কোনো উদ্যোগ। যে কারণে জোড়াতালি দিয়েই চলছে দেশের ক্রিকেট।