সোনাক্ষীকে সিনহাকে হয়রানি, গ্রেপ্তার
সামাজিক যোগাযোগের মাধ্যমে বলিউড তারকা সোনাক্ষী সিনহাকে গ্রেপ্তারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। মহারাষ্ট্রের অরঙ্গবাদ এলাকা থেকে শশীকান্ত গুলাব যাদব নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি রেস্তোরাঁর ম্যানেজার।
ভারতীয় একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে সোনাক্ষীকে হয়রানি করেন সম্প্রতি এমন কয়েকজনের তালিকা তৈরি করে এই অভিনেত্রীর টিম। গত ১৪ই আগস্ট এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়। এরপরই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
কয়েকদিন আগে ‘আব ব্যাস’ নামে একটি ক্যাম্পেইন চালু করেন সোনাক্ষী। এতে অনলাইনে হয়রানির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন তিনি। পাশাপাশি তার সামাজিক যোগাযোগামাধ্যমের অ্যাকাউন্টে নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেন। কিন্তু তারপরও কিছু ব্যক্তি তাকে উদ্দেশ্য করে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে থাকেন।।

Comments are closed.