সেন্ট্রাল রোডে বিএনপি কর্মীর ওপর হামলা, গ্রেপ্তার ২

রাজধানীর নিউমার্কেট থানার সেন্ট্রাল রোডে হামলার শিকার সেই বিএনপি কর্মী সাইফ হোসেন মুন্নার ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) সকালে ডিএমপির রমনা বিভাগের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

গ্রেপ্তাকৃতরা হলেন- মো. শাকিল হোসেন (২৫) ও শাহাদাত হোসেন সুজন।

এসি তারিক লতিফ বলেন, নিউ মার্কেট এলাকায় পানির ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর আগে সেন্ট্রাল রোডে কালা মামুনকে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার জেরেই বিএনপি কর্মী মুন্নার ওপর হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মঙ্গলবার (২০ মে) ভুক্তভোগী রানার বোন বাদী হয়ে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৫ জনের নাম উল্লেখ ও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

এর আগে, রোববার (১৮ মে) রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে সাইফ হোসেনের গতি রোধ করেন মামুন নামে এক ব্যক্তি। তখন মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন এম সি শুভ ও রানা নামের দুজন। আরেকটি মোটরসাইকেলে আসেন মোবারক নামে একজন। এ সময় সাইফকে ওপরে তুলে মাটিতে ফেলে দেন মামুন। আর শুভ মোটরসাইকেল থেকে নেমে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। পরে তার সঙ্গে আরও দুজন যুক্ত হন। কোপানোর পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করেন।

You might also like

Comments are closed.