সেতুর নিচে কার্টনে মিলল নবজাতকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে সেতুর নিচে ফেলে যাওয়া বিস্কুটের কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট কালুশাহ সেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) সোহেল রানা বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা কালুশাহ সেতুর নিচে সীমানাপ্রাচীরের ইটের ওপর বিস্কুটের কার্টনটি দেখতে পান। বিষয়টি তাদের কাছে সন্দেহজনক মনে হলে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিস্কুটের কার্টনটি খুললে ভেতরে সাদা কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহটি দেখতে পায়।

সোহেল রানা বলেন, নবজাতকটি ছেলেশিশু ছিল। বিস্কুটের কার্টন থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চমেকের মর্গে পাঠানো হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.