সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগের দাবিতে মানববন্ধন

নেত্রকোনার কলমাকান্দায় বোরো চাষে বিদ্যুতের সেচসংযোগের দাবিতে মানববন্ধন হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ‘খারনৈ ইউনিয়নের বিশ্বনাথপুর বৈঠাখালী গ্রামের মাঠে এলাকার কৃষক সমাজ’–এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এ সময় ভুক্তভোগী কৃষকেরা দাবি করেন, বিদ্যুতের অভাবে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ায় জমিতে চাষাবাদ প্রায় বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ও কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, বিশ্বনাথপুর বৈঠাখালী গ্রামের কৃষক হুমায়ূন কবীর ২০২০ সালে সেচসংযোগ চালু করেছিলেন। এলাকার অর্ধশতাধিক কৃষকের প্রায় ২০ একর জমিতে সেচ দেওয়া হতো। গত এপ্রিলে ওই সেচসংযোগের বিদ্যুৎ বিল বাবদ ৮ হাজার ৬৯৩ টাকা বকেয়া ছিল। তখন সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরের মাসে টাকা পরিশোধ করা হলেও বিদ্যুৎ–সংযোগ আর দেওয়া হয়নি।

হুমায়ূন কবীর অভিযোগ করেন, কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তাপস দেবনাথ বিদ্যুৎ পুনঃসংযোগের জন্য তার কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন। টাকা না দেওয়ায় তাকে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে গত ৩ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন। এতে কলমাকান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ও ডিজিএমকে বিবাদী করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জবাব দেয়নি। আদালত ১৭ ফেব্রুয়ারি পাঁচ দিনের মধ্যে সংযোগ দেওয়ার নির্দেশ দেন, তবে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হয়নি। এজিএম এখন উল্টো শর্ত দিচ্ছেন, মামলা তুলে নিলে সংযোগ দেওয়া হবে।

এই অভিযোগ অস্বীকার করে তাপস দেবনাথ বলেন, ‘বিদ্যুৎ পুনঃসংযোগের নামে কারও কাছে কোনো টাকা চাওয়া হয়নি। এটা মিথ্যা অভিযোগ। আর বিদ্যুৎ পুনঃসংযোগের জন্য কোনো আবেদনও করা হয়নি।’

স্থানীয় কৃষক রতন মিয়া বলেন, তিনি খালের পানি দিয়ে দুই একর জমিতে ধান আবাদ করেছেন। খালের পানি এখন শুকিয়ে গেছে। ধানখেতে সেচ দিতে পারছেন না। সব কৃষকের খেত হুমকির মুখে পড়েছে। সেচ প্রকল্পে দ্রুত বিদ্যুৎ–সংযোগ না দিলে ফসল রক্ষা করা যাবে না।

নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মাসুম আহমেদ বলেন, ‘বিষয়টি শুনেছি। হুমায়ূনকে যেখানে সেচের অনুমোদন দেওয়া হয়েছিল, সেখানে স্থাপন করেননি। তবে আদালতের নির্দেশটি আমার জানা নেই। আদালত নির্দেশ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.