সুপার ফোরে খেলবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী কোচ

শুরুতে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ দল। তবে গেল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের কবলে পড়ে লিটন দাসের দল। সেই ম্যাচ হারের ফলে টাইগারদের সুপার ফোরে খেলা এখন অনেকটাই কঠিন হয়ে গেছে।
অবশ্য টাইগারদের স্পিন কোচ মুশতাক আহমেদ আত্মবিশ্বাসী সুপার ফোরে খেলা নিয়ে। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘অবশ্যই, আপনাকে সেই বিশ্বাস রাখতে হবে। কোচ ও ম্যানেজমেন্ট বারবার তাদের এটাই বলছে। আমারও এই বিশ্বাস আছে আমরা সুপার ফোরে যাব। ইনশাআল্লাহ।’
‘কাজটা কঠিন। যখন যদি-কিন্তুর ওপর নির্ভর করতে হয়। তবে সামনে যে ম্যাচ আছে সেখানে মনোযোগ দিতে হবে। এবং সেই ম্যাচ জিততে হবে। মানসিকভাবে দৃঢ় হলে এবং বিশ্বাস থাকলে, ইনশাআল্লাহ এটা হবে, আমি বিশ্বাস করি।’
আফগানদের স্পিনেই বড় চ্যালেঞ্জ দেখছেন মুশতাক, ‘বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট। বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে। যদি এটা সামলাতে পারি, ভালো একটা রান জড়ো করতে পারি, ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব। আমাদের বোলিংও কিন্তু খুব ভালো। মিডল ওভার নিয়েই আমার চিন্তা।’
ব্যাটারদের ওপর আবারও বিশ্বাস রাখার কথা বলেন মুশতাক, ‘জানেন তো, আপনারাও দেখেন, আমি বারবার বলি বিশ্বাস। ইমরান খান, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরামদের সাথে খেলেছি, তারা লিজেন্ড। তারা আমাকে শিখিয়েছেন তোমার বিশ্বাস না থাকলে আন্তর্জাতিক ক্রিকেটে তুমি ভালো করবে না। ছেলেরা কঠোর পরিশ্রম করছে। মাইন্ডসেট বদলাতে হবে। তামিম, ইমন, জাকের, শামীমরা চেষ্টা করছে। আমরা কোথায় ছিলাম, সেখান থেকে তো ১৩৯ রান করেছি। ভালো পেসার-স্পিনারও আছে এখন। আমাদের বিশ্বাস রাখতে হবে।’
You might also like

Comments are closed.