সুনেহরার আজ মেকআপ না করার দিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুনেহরা বিনতে কামাল। গ্ল্যামারাস লুকে পর্দায় বা সোশ্যাল মিডিয়ায় তাকে দেখতেই অভ্যস্ত ভক্তরা। তবে এবার তিনি ধরা দিলেন একদম সাদামাটা, মেকআপহীন রূপে। আর তাতেই যেন নতুন করে ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন এই অভিনেত্রী।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি মিরর সেলফি পোস্ট করেন সুনেহরা। ছবিতে দেখা যায়, তার পরনে সবুজ হুডি আর নীল জিন্স। মাথায় তুলে রাখা সানগ্লাস। হাতে থাকা ফোনের ক্যামেরায় নিজেই বন্দি করেছেন নিজের প্রতিচ্ছবি। মুখে নেই মেকআপের লেশমাত্র, তবুও চেহারায় স্নিগ্ধতার আভা।

ছবির ক্যাপশনে অভিনেত্রী নিজেই স্পষ্ট করেছেন তার এই ‘র’ লুকের কারণ। তিনি ছোট করে লিখেছেন, ‘আজ মেকআপ না করার দিন’।

সুনেহরার এই প্রাকৃতিক রূপ মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে। গ্ল্যামারাস মেকআপ ছাড়াও যে তিনি কতটা আকর্ষণীয়, তা ফুটে উঠেছে ভক্তদের মন্তব্যে। একজন ভক্ত মুগ্ধ হয়ে লিখেছেন, ‘ন্যাচারাল’। আরেকজন লিখেছেন, ‘ওয়াও দারুণ একটা ছবি।’

মেকআপ ছাড়া অভিনেত্রীকে দেখে মুগ্ধতা প্রকাশ করে আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘মেকআপ ছাড়া অনেক সুন্দর লাগতেছে।’ সুনেহরার সৌন্দর্যের প্রশংসা করে কেউ কেউ লিখেছেন, ‘কল্পনাতেই বেশি সুন্দর’, আবার কেউ তাকে আখ্যা দিয়েছেন ‘ন্যাচারাল সুন্দরী মেয়ে’ হিসেবে।

You might also like

Comments are closed.