সুদে ছাড় পাবে না ‘ভালো’ ঋণগ্রহীতারা
‘ভালো’ ঋণগ্রহীতারা ব্যাংক থেকে ঋণ নিয়ে সুদ দেয়ার ক্ষেত্রে এতদিন যে ১০ শতাংশ ছাড় পেতেন, সেই ছাড় আর পাবেন না। এক সার্কুলার জারি করে এই সুবিধা তুলে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে বলা হয়েছে, ২০১৯ সালের সেপ্টেম্বরের পর ‘ভালো’ ঋণগ্রহীতারা এই সুবিধা আর পাবেন না।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
আগে কোনো গ্রাহকের কাছ থেকে ১০০ টাকা সুদ পাওনা হলে- তা আদায় করে ১০ টাকা ফেরত দিতে হতো ব্যাংকগুলোকে। ‘ভালো’ ঋণগ্রহীতারা প্রতিবছর এ সুবিধা পেতেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সুবিধা পাবেন ‘ভালো’ ঋণগ্রহীতা। এরপর আর এই সুবিধা পাবেন না।
তবে ‘ভালো’ ঋণগ্রহীতা চিহ্নিতকরণ কার্যক্রম অব্যাহত রাখতে বলা হয়েছে সার্কুলারে। প্রতিবছর ডিসেম্বর অন্তে ‘ভালো’ ঋণগ্রহীতাকে চিহ্নিত করতে বলা হয়েছে।
যদি কোনো গ্রাহক ‘ভালো’ ঋণগ্রহীতা হন, তাহলে ব্যাংক বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে ভালো ঋণ/বিনিয়োগ গ্রহীতাদের স্বীকৃতি/পুরস্কার প্রদানকরতঃ তাদের সম্মাননার ব্যবস্থা গ্রহণ করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়।

Comments are closed.