সুইমস্যুটে মোহনীয় রুপে ধরা দিলেন টালিউডের অনুষা

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষা বিশ্বনাথন আবারও সোশ্যাল মিডিয়ায় শিরোনামে। অভিনয়ের পাশাপাশি তার বোল্ড লুক ভক্তদের মাঝে প্রায়ই আলোচনায় থাকে। সম্প্রতি কালো রঙের মনোকিনি পরে পুলের ধারে তোলা একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। কখনও সানগ্লাসে, কখনও খোলা চুলে, আবার কখনও পুলের জলে খেলতে দেখা গেছে তাকে। পোস্টটি শেয়ার হওয়ার পরপরই মুহূর্তে ভাইরাল হয় নেটদুনিয়ায়।
পোস্টের ক্যাপশনে অনুষা লেখেন- ‘তোমরা কী এটার জন্য প্রস্তুত?’ এর সঙ্গে যোগ করেন কালো হার্ট, ডলফিন, লাল হার্ট এবং সূর্যের ইমোজি। ছবিগুলো তুলেছেন অভিনেত্রীর চর্চিত প্রেমিক অভিনেতা-পরিচালক আদিত্য সেনগুপ্ত। ক্যাপশনের শেষে অনুষা দিয়েছেন হ্যাশট্যাগ গ্রীষ্মের ভালোবাসা।
টালিপাড়ায় ইতিমধ্যেই বেশ পরিচিত অনুষা ও আদিত্যর সম্পর্ক। শোনা যাচ্ছে, খুব শিগগিরই তারা বিয়ের পিঁড়িতে বসতে পারেন। তবে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি এ তারকা জুটি।
‘ওয়াটারবটল’, ‘ডু নট ডিস্টার্ব’ এবং ‘দ্য নাইটওয়াচম্যান’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন অনুষা। এছাড়া ধনঞ্জয়, জেনারেশন আমি, বরুণবাবুর বন্ধুসহ বেশ কিছু জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন। বর্তমানে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে অনার্স করছেন।
You might also like

Comments are closed.