সুইডেনের রাজধানীতে ডাবল ডেকার বাস দুর্ঘটনা, নিহত ৩
সুইডেনের রাজধানী স্টকহোমে নিয়ন্ত্রণ হারিয়ে বাসস্ট্যান্ডে ঢুকে পড়লো একটি ডাবল ডেকার বাস। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত হয়েছেন আরও ৩ জন।
শুক্রবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় বাসে কোনো যাত্রী ছিল না। গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বাসটির সামনের অংশ।
প্রাথমিকভাবে ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবেই দেখছে পুলিশ। আটক করা হয়েছে বাস চালককে।
দুর্ঘটনার কারণ জানতে বাস চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে সুইডিশ সংবাদ সংস্থা- টিটি। এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত। এ ঘটনায় সামাজিক মাধ্যম এক্স-এ শোকবার্তা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন।

Comments are closed.