সীতাকুণ্ডে লরিচাপায় পথচারীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শুকলাল দাস (৪০)। তিনি সলিমপুর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা ছিলেন।

বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আবদুল মোমিন জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি লরি শুকলালকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

এদিকে, দুর্ঘটনার পর স্থানীয়রা লরিচালক মোহাম্মদ রিদোয়ান (২৫) কে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জঙ্গল নাপোড়া এলাকার বাসিন্দা।

-চট্টগ্রাম প্রতিনিধি

You might also like

Comments are closed.