সিলেট-৩ আসনের এমপি হলেন নৌকার প্রার্থী হাবিব

পেয়েছেন ৬৫ হাজারেরও বেশি ভোট

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। নৌকা প্রতীকে তিনি ৮৯ হাজার ৭০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬০৪ ভোট।

ভোট গণনা শেষে আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেলে ৪টা পর্যন্ত চলে। আসনের ১৪৯ কেন্দ্রে ভোট পড়ে এক লাখ ১৪ হাজার ৩০৯টি।

সিলেট-৩ আসনে (ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ) নির্বাচনে হাবিবুর-আতিকুর ছাড়াও প্রার্থী ছিলেন বিএনপি থেকে বহিষ্কৃত শফি আহমদ চৌধুরী (মোটরগাড়ি প্রতীক) এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব প্রতীক)।

এ আসনে মোট ভোটার তিন লাখ ৪৯ হাজার ৮৭৩। পুরুষ ভোটার এক লাখ ৭৭ হাজার ৩৯০ এবং নারী ভোট রয়েছে এক লাখ ৭২ হাজার ৪৮৩।

You might also like

Leave A Reply

Your email address will not be published.