‘সিরিয়ার ভবিষ্যতের জন্য বড় ভূমিকা রয়েছে সৌদির’

আল আরাবিয়াকে সাক্ষাৎকারে আবু মোহাম্মদ আল-জুলানি

সিরিয়ার ভবিষ্যতের জন্য সৌদি আরবের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নতুন নেতা আবু মোহাম্মদ আল-জুলানি। তিনি বলেছেন, সিরিয়া নিয়ে সৌদি আরবের বিবৃতিও খুব ইতিবাচক। তিনি সিরিয়াকে স্থিতিশীল করার জন্য রিয়াদের প্রচেষ্টাকেও প্রশংসা করে বলেছেন, সিরিয়ায় কিংডমের বড় বিনিয়োগের সুযোগ রয়েছে।

স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল আরাবিয়াকে সাক্ষাৎকার দেন জুলানি।

আল-জুলানি বলেন, সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের একটি প্রধান ভূমিকা রয়েছে এবং তারা আমাদের জন্য যা করেছে তার জন্য আমি গর্বিত।” তিনি তার শৈশব রিয়াদে কাটিয়েছেন উল্লেখ করে বলেন, আবার শহরটি দেখার আশা রয়েছে। পাশাপাশি সিরিয়াকে স্থিতিশীল করার জন্য রিয়াদের প্রচেষ্টাকেও প্রশংসা করে বলেছেন, সিরিয়ায় কিংডমের বড় বিনিয়োগের সুযোগ রয়েছে।

দেশটিতে পরবর্তী নির্বাচনের বিষয়ে কথা বলতে গিয়ে জুলানি বলেন, সিরিয়ায় নির্বাচন আয়োজন করতে চার বছর সময় লাগতে পারে। কারণ এর জন্য একটি ব্যাপক আদমশুমারি প্রয়োজন। এছাড়া নতুন সংবিধান প্রণয়নে তিন বছর সময় লাগতে পারে।

আল আরাবিয়াকে সাক্ষাৎকার দেন জুলানি। ছবি: সংগৃহীত

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে বলেও আশা প্রকাশ করেন জুলানি। বলেন, সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সরকার যে অপরাধ করেছে তার ভিত্তিতে। যেহেতু এইচটিএস এবং সহযোগী গোষ্ঠী আসাদকে ক্ষমতাচ্যুত করেছে, তাই এই নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাহার করা উচিত।

সিরিয়া-রাশিয়া সম্পর্কের কথা বলতে গিয়ে জুলানি বলেন, দুই দেশ “গভীর কৌশলগত স্বার্থ” ভাগ করে নিয়েছে। আসাদের ঘনিষ্ঠ মিত্রের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, রাশিয়া একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বিশ্বের দ্বিতীয় শক্তিশালী দেশ হিসেবে বিবেচিত হয়। সিরিয়ার সব অস্ত্র রাশিয়ান এবং অনেক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ান বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়। তাই আমরা চাই না রাশিয়া সিরিয়া ছেড়ে চলে যাক।

এইচটিএস নেতা বলেন, উত্তর-পূর্ব সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সাথে আলোচনা চলছে এবং আশা করছে তাদের সশস্ত্র বাহিনী সিরিয়ার নিরাপত্তা সংস্থার সঙ্গে একীভূত হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.