সিরিজ বাঁচানোর ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টাইগারদের সামনে। রোববার ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। সন্ধ্যা সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচে হারলেই টি টোয়েন্টি সিরিজ হাতছাড়া হবে বাংলাদেশের। তাই সিরিজ বাঁচানোর এই ম্যাচে জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই লিটন দাসের দলের।

ডাম্বুলায় এই প্রথম টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ। নতুন ভেন্যু, নতুন পরিস্থিতিতে নিজেদের সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে টাইগাররা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

You might also like

Comments are closed.