সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে আজ রবিবার ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশের বাইরে চলে গেছেন ডগ ব্রেসওয়েল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স। তাদের বদলে এসেছেন করোনামুক্ত ব্যাটসম্যান ফিন অ্যালেন, জ্যাকব ডাফি এবং সিরিজে প্রথমবার খেলছেন স্কট কুগেলাইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। একইসঙ্গে আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে দল সিরিজ জিতলে অধিনায়কের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে?

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।

You might also like

Comments are closed.