সিরাজগঞ্জে রেলপথ অবরোধ, রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীর সাথে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

আজ বুধবার (১৩ আগস্ট) সকাল ৯ টায় উল্লাপাড়া রেলগেটে অবস্থান নেন ছাত্র-ছাত্রীরা। তাদের সাথে সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নিয়েছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাও।

আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। ফলে মানসম্মত পাঠদানসহ নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে এর আগে মহাসড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেন ছাত্র-ছাত্রীরা। এ সময়, দাবি পূরণে দ্রুত পদক্ষেপ নেয়া না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।

You might also like

Comments are closed.