সায়মাকে পাওয়া গেল সিএমএইচে, জীবিত নয় মৃত

রাজধানীর উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনার ঘটনায় নিখোঁজ মাইলস্টোন স্কুলের নিহত ছাত্রী গাজীপুরের সায়মা আক্তারের সন্ধান পাওয়া গেছে। বিভিন্ন হাসপাতালে খোঁজাখুঁজির পর রাত ৮ টার দিকে সিএমএইচ হাসপাতালে তার লাশের সন্ধান পাওয়া যায়।

আজ গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় বাসিন্দা শাহ আলমের মেয়ে সায়মা আক্তার উত্তরার দিয়া বাড়িতে মাইলস্টোন স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়তো। সোমবারের দুর্ঘটনায় সায়মার মৃত্যুর পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। স্বজনরা রাত ৩ টার দিকে সায়মার লাশ নিয়ে আসে গ্রামের বাড়িতে। লাশ গভীর রাতে গ্রামের বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী সায়মা তার মা ভাইয়ের সঙ্গে উত্তরায় নিজস্ব ফ্ল্যাটে বসবাস করত। গতকাল সকালে সায়মাকে অন্য দিনের মতো তার মা লীনা আক্তার স্কুলে নামিয়ে দিয়ে এসেছিল। তার বাবা শাহ আলম বর্তমানে ফেনীতে চাকরি করেন প্রাণ-আরএফএল কোম্পানিতে। এদিকে রাতে সায়মার লাশ তার গ্রামের বাড়ি গাজীপুর মহানগর ২১ নম্বর ওয়ার্ডের বিপ্লবর্থা গ্রামে এসে পৌঁছলে এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

নিহতের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় স্থানীয়দের চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে। খবর শুনে এলাকার শত শত মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। প্রতিবেশীরা নিহতের স্বজনদের নানাভাবে সান্তনা দিতে থাকেন।

 

-গাজীপুর প্রতিনিধি

You might also like

Comments are closed.