সালমান খানের ‘সিকান্দার’ কেন মুখ থুবড়ে পড়ল?

ঈদের লড়াইয়ে সালমান খানের প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক প্রত্যাশা। ২০০ কোটির মেগা বাজেট, দক্ষিণি তারকা রাশমিকা মান্দানার সঙ্গে প্রথম জুটি এবং এ.আর. মুরুগাদোসের মতো নামকরা পরিচালকের হাতে নির্মিত এই সিনেমা নিয়ে ভক্তদের মনে ছিল আকাশছোঁয়া আশা। কিন্তু মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই বক্স অফিসে ধরাশায়ী হয়ে পড়ে ‘সিকান্দার’।

৩০ মার্চ মুক্তি পেয়ে প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করে ২৬ কোটি রুপি। ঈদের দিন (৩১ মার্চ) সংগ্রহ বেড়ে দাঁড়ায় ২৯ কোটিতে। কিন্তু এরপরই ধস নামে—১ এপ্রিল আয় ১৯.৫ কোটি, আর ২ এপ্রিল মাত্র ৯.৭৫ কোটি। চার দিনের মোট আয় ৮৪.২৫ কোটি।

মুক্তির আগেই ‘সিকান্দার’-এর সঙ্গে তুলনা হচ্ছিল অল্লু অর্জুনের ‘পুষ্পা ২’-এর। কিন্তু দর্শকদের রুচি বদলের ইঙ্গিত মিলছে এখানে। সমালোচকদের মতে, সালমান খানের দুর্বল অভিনয় এবং প্লটের অনিশ্চিত গতিপথ দর্শককে বিমুখ করেছে। এ.আর. মুরুগাদোসের পরিচালনায় অ্যাকশন-নাট্য থাকলেও গল্পের গভীরতার অভাব চোখে পড়ার মতো। তদুপরি, সালমান ও রাশমিকা মান্দানার রসায়নও দর্শককে তেমন নাড়াতে পারেনি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্টের জন্য এ পরাজয় মেনে নেওয়া কঠিন। অন্যদিকে, সালমানের ক্যারিয়ারে এই ধস নতুন চিন্তার ভাজ ফেলেছে। বলিউডের তারকা নির্ভরতার বিপদ আবারও উন্মোচিত হলো কি? দক্ষিণি সিনেমার কাছে বারবার হার মানার এই প্রবণতা কি বলিউডের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে? ‘সিকান্দার’-এর ভরাডুবি সেই প্রশ্নই তুলে ধরল।

You might also like

Leave A Reply

Your email address will not be published.