সারা দেশে গত ২৪ ঘণ্টায় ১৩১৬ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ৮০৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫০৭ জন।

বুধবার (৩০ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৮০৯ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৫০৭ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৩১৬ জনকে।’

অভিযানিক কার্যক্রমে উদ্ধার করা হয়েছে দেশীয় পিস্তল ২টি, একনলা বন্দুক ৫টি, দেশীয় শুটারগান ১টি, গুলি ১৩ রাউন্ড, কার্তুজের খোসা ৬টি, ওয়েল্ডিং মেশিন ১টি, গ্রাউন্ড মেশিন ১টি, চাইনিজ কুড়াল ১টি।

You might also like

Comments are closed.