সারাদেশে বাড়ছে করোনা-ডেঙ্গুর প্রকোপ

সারা দেশে একইসঙ্গে করোনাভাইরাস ও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে এর মধ্যে ডেঙ্গু আক্রান্তের হার ক্রমশ বাড়বে বলে আভাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর তুলনায় করোনা সংক্রমণের হার এখনও কিছুটা কম রয়েছে।

 

 

বাংলাদেশে বর্ষা এলে প্রতি বছরই ডেঙ্গু সংক্রমণের হার বেড়ে যায়। কিন্তু চলতি বছর একই সময়ে করোনা সংক্রমণের বিষয়টিও উদ্বেগের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী দেশ ভারতে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ার পর থেকে মানুষ করোনা পরীক্ষা করাতে তৎপর হয়ে উঠেছে।

কিন্তু দেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে করোনা পরীক্ষার কিট ও টিকার সংকটের কথা শোনা যাচ্ছে। এছাড়া, প্রয়োজনীয় ওষুধপত্র, প্লাটিলেট কিট, জনবল ও স্থান সংকটের কারণে হাসপাতালগুলো ডেঙ্গুর চিকিৎসা সেবা দিতেও হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে, এই দুই সংকট মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

এ দিকে, চলতি বছর ডেঙ্গুতে ২৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত ২৯ জনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪ জন, বরিশাল বিভাগের ৭, চট্টগ্রাম বিভাগের ৩, খুলনা বিভাগের দুই ও ঢাকা বিভাগ, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগের আছেন ১ জন করে।

মৃত ২৯ জনের মধ্যে জানুয়ারি মাসে মৃত্যু হয়েছে ১০ জনের, ফেব্রুয়ারি ও মে মাসে তিন জন, মার্চে কারও মৃত্যু হয়নি। এপ্রিলে সাত জনের আর চলতি মাসে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ছয় জনের।

– বিবিসি বাংলা

You might also like

Comments are closed.