সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪৮৬

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৪৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে ৯৮৮ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৮ জন।

শনিবার (২৬ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৮৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দুইটি দেশীয় ওয়ান শুটার এলজি, সাত রাউন্ড কার্তুজ, এক রাউন্ড কার্তুজের খোসা ও তিনটি ককটেলের বিশেষ অংশ জব্দ করা হয়েছে।

You might also like

Comments are closed.