সাম্য হত্যার বিচারের দাবিতে ফের শাহবাগ থানা ঘেরাও

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ থানা আবারও ঘেরাও করেছে ঢাবি শিক্ষার্থীরা।

রোববার (১৮ মে) দুপুর ১২টা থেকে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, আন্দোলনরত শিক্ষার্থীরা থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ ছাড়া সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান এবং তাদের বিচারের দাবি জানান।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মারুফা বলেন, শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে থানা গেটের সামনে অবস্থান নেয়। সাম্য হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে এবং বিচারের দাবিতে তারা অবস্থান নিয়েছে। যদিও থানার পক্ষ থেকে তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে, সঠিকভাবে তদন্ত কাজ চলছে এবং ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

You might also like

Comments are closed.