সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো

দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর দুবাই সফরের একটি ভিডিওকে ঘিরে ফের জোরালো হলো তার প্রেমের গুঞ্জন। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, তিনি চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। তবে এ জল্পনা নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি দুজনের কেউ। মঙ্গলবার সামান্থা তার ইনস্টাগ্রামে দুবাই ভ্রমণের একটি রিল ভিডিও শেয়ার করেন। এরপর ক্যাপশনে লিখেছেন, ‘যা আমি দেখি বনাম যা তুমি দেখ।’

তবে সবার নজর কাড়ে একটি দৃশ্য, যেখানে সামান্থাকে এক পুরুষের হাত ধরে থাকতে দেখা যায়। দুজনকে আবার রোমান্টিক ভঙ্গিতে হাত দোলাতে দেখা যায়।

সামান্থা রুথ প্রভু। ছবি : সংগৃহীত

 

এরপরই ভিডিওটি ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকেই ধরে নিয়েছেন, সামান্থার সঙ্গে থাকা সেই পুরুষ পরিচালক রাজ নিদিমোরুই। এরপর মন্তব্য বক্সে অনেকেই জানাতে থাকেন নিজেদের মতামত।

সামান্থা ও রাজ নিদিমোরুর সম্পর্কের শুরু কাজের মাধ্যমে। তারা প্রথম একসঙ্গে কাজ করেন ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান ২-এ। পরে তারা সিটাডেল: হানি বানি ওয়েব সিরিজে এক সঙ্গে কাজ করেন। সেই থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়। সামান্থা প্রায়ই রাজের সঙ্গে ছবি শেয়ার করায় সেই জল্পনা আরও বেড়েছে। যদিও এখন পর্যন্ত তারা কেউ সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।

এদিকে একটি সূত্র পিঙ্কভিলাকে জানায়, রাজ নিদিমোরু ২০২২ সালে স্ত্রী শ্যামালির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ করেন। এরপর সিটাডেল: হানি বানিতে কাজ করতে গিয়েই সামান্থার সঙ্গে তার ঘনিষ্ঠতা বাড়ে। অন্যদিকে, এইচটি সামান্থার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এসব খবরকে কেবল গুজব বলে মন্তব্য করেন।

বর্তমানে সামান্থা ব্যস্ত আছেন রাজ ও ডি. কের নতুন ওয়েব সিরিজ রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম নিয়ে। এতে তিনি ছাড়া আরও অভিনয় করছেন আদিত্য রায় কাপুর, আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও জয়দীপ আহলাওয়াত। সিরিজটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা।

এদিকে রাজ ও ডি. কের জনপ্রিয় সিরিজ দ্য ফ্যামিলি ম্যানের তৃতীয় মৌসুম এ বছরের নভেম্বরে মুক্তি পাচ্ছে। এতে অভিনয় করছেন মনোজ বাজপেয়ী ও জয়দীপ আহলাওয়াত।

You might also like

Comments are closed.