সামনে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের
দ্বিতীয় ওয়ানডেতে জিতে শুধু সিরিজে সমতা ফেরাল না বাংলাদেশ, একই সঙ্গে নিশ্চিত করল ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ অগ্রগতি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানের জয়ে টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮। ফলে দশম স্থান ছেড়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং ছিল ৭৬। তখনই হিসাব ছিল-মাত্র একটি জয় পেলেই র্যাঙ্কিংয়ে উন্নতি নিশ্চিত। শনিবার রাতে মিরাজ-তানভীরদের নেতৃত্বে অসাধারণ বোলিং পারফরম্যান্সে জয় এনে দিয়ে সেটিই করে দেখিয়েছে দলটি।
এই জয়ের ফলে র্যাঙ্কিংয়ে বদল এসেছে আরও কিছু দলের ক্ষেত্রে। বাংলাদেশ উপরে উঠলেও শ্রীলঙ্কা এক ধাপ নেমে গেছে পঞ্চম স্থানে (রেটিং ১০২)। আর সেই সুযোগে চতুর্থ স্থানে উঠে এসেছে পাকিস্তান (রেটিং ১০৪)। নিচে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ, যাদের বর্তমান রেটিং এখন ৭৭।
শীর্ষ তিনে আছে যথারীতি ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের লক্ষ্য এখন শুধু র্যাঙ্কিংয়ে থাকা নয়, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করাও। সেই টুর্নামেন্টে সরাসরি খেলতে হলে র্যাঙ্কিংয়ে থাকতে হবে শীর্ষ আটে—যার জন্য সময়সীমা নির্ধারিত ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত।
এই মুহূর্তে বাংলাদেশ নবম হলেও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান মাত্র ১ রেটিং পয়েন্ট। তাই সিরিজের শেষ ম্যাচটি হয়ে উঠতে পারে টার্নিং পয়েন্ট। ওই ম্যাচে জয় পেলে শুধু সিরিজ জয়ের ইতিহাস নয়, রেটিংয়ের ব্যবধান বাড়ানোর সোনালি সুযোগও পাবে বাংলাদেশ।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের কখনও ওয়ানডে সিরিজ জয় হয়নি। ছয়টি সিরিজে লঙ্কানরা জিতেছে চারটিতে, বাকি দুটি হয়েছে ড্র। এবার যদি শেষ ম্যাচে জয় আসে, তাহলে প্রথমবারের মতো শ্রীলঙ্কার মাঠে সিরিজ জিতবে টাইগাররা।

Comments are closed.