সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের চট্টগ্রামের বাড়িতে তল্লাশি, আটক ৭

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। এসময় বাড়ির ভেতর থেকে সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে নগরীর চশমাহিলের বাসায় এই অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, ১৩ নভেম্বর আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে বাড়িটিতে দলটির নেতাকর্মীরা জড়ো হচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে ভিতরে থাকা সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আটককৃতরা নিজেদের একটি রেস্টুরেন্টের কর্মী দাবি করলেও তারা নিষিদ্ধ সংগঠনের কর্মী কিনা সেটি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি সোলাইমান।

You might also like

Comments are closed.