সাবেক এমপি কাজী কেরামত আলী গ্রেপ্তার
রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলীকে রাজধানী ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার(ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, রবিবার রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।
উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে (সদর ও গোয়ালন্দ) ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী। তিনি একই আসনে ষষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।