সাবেক এমপিকে কারাফটক থেকে আটক করে থানায় নিল বৈষম্যবিরোধী ছাত্ররা

সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজকে কারাগার এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্ররা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কান্দাপাড়ায় সিরাজগঞ্জ জেলা কারাগার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘বিশ্বস্ত সূত্রে জানতে পারি, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কারাগার থেকে জামিনে ছাড়া পাচ্ছেন। এমন খবরে আমরা কারাগারের সামনে যাই এবং জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলি। তিনি বিষয়টি নিশ্চিত করেন। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে কথা বলি। পরে ১০ মিনিটের মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজকে কারাগার থেকে বের করে দেওয়া হয়। তিনি কারাগারের বাইরে এলে কারাফটক থেকে বৈষম্যবিরোধী ছাত্রনেতারা আজিজকে ধরে থানায় নিয়ে যান।

থানায় নেওয়ার সময় চলন্ত গাড়ির মধ্যে সাবেক এমপি আব্দুল আজিজ ছাত্রদের বলেন, ‘তোমরা আমাকে ছেড়ে দাও। তোমাদের ৫ কোটি টাকা দেব। আমরা তাঁকে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি। আব্দুল আজিজ ছাত্র হত্যাকারী। তাঁর জামিন আমরা মেনে নিতে পারি না।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, ‘সাবেক এমপি আব্দুল আজিজকে ছাত্ররা থানায় নিয়ে আসেন। তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে সাবেক এমপি আব্দুল আজিজের গ্রেপ্তারের বিষয়টি ছড়িয়ে পড়লে থানার সামনে ছাত্র-জনতা ভিড় করে। বিএনপির নেতা-কর্মীরা আব্দুল আজিজের ফাঁসির দাবিতে স্লোগান দেন।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার আবু নুর রেজা বলেন, ‘আমি ছুটিতে আছি। সাবেক এমপির ঘটনার বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‍্যাব। এই মামলায় আদালতে জামিন নিয়ে আজ কারাগার থেকে মুক্তি পান আব্দুল আজিজ। পারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা তাঁকে আটক করে পুলিশে দেয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.