সাফা কবিরের প্রেমে মোশাররফ করিম!

মোশাররফ করিম ও সাফা কবিরকে জুটি হিসেবে খুব বেশি নাটকে দেখা যায়নি। এর আগে শুধু তপু খানের ‘ডিল ডান কালাচাঁন’ এবং মো. তৌফিকুল ইসলামের ‘চারুলতা’ নাটকে একসঙ্গে দেখা যায় তাদের। তবে জুটিতে অল্প কাজ হলেও তাদের একসঙ্গে দেখতে মুখিয়ে থাকেন দর্শক। তাদের জন্য এই জুটির নতুন নিবেদন একক নাটক ‘পাগলু’। সেজান নূরের রচনা ও সালমান রহমান খানের পরিচালনায় সম্প্রতি এই নাটকটির শুটিং শেষ হয়েছে।

‘পাগলু’ নাটকের গল্প সম্পর্কে জানা যায়, পাগলু (মোশাররফ করিম) বিয়ের উপযুক্ত হলেও পছন্দের মেয়ে না পাওয়ায় বিয়ে হচ্ছে না তার। মৃত্যুর আগে বাবার রেখে যাওয়া সম্পত্তি দিয়ে পাগলু গ্রামের অসহায় মানুষদের পাশে দাঁড়ান। একসময় পাশের গ্রামে নতুন শিক্ষিকা মায়া (সাফা কবির) আসেন। তাকে দেখে মুগ্ধ হয়ে পাগলু বিয়ের প্রস্তাব দেন। কিন্তু মায়ার পরিবার বেকার ছেলের প্রস্তাব ফিরিয়ে দেয়। মায়া, পাগলুকে সুযোগ দেন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেন পাগলু যেখানে শিক্ষক হিসেবে যোগ দেন মায়া। এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়।

নাটকটি নিয়ে সাফা কবির বলেন, ‘গল্পটি দারুণ। যদিও এটি কমেডি ধাঁচের, তবে এর ভেতরে সামাজিক বার্তাও আছে। মোশাররফ ভাইয়ের সঙ্গে এর আগেও অনেক কাজ করেছি। আশা করছি, এই নাটকেও আমাদের রসায়ন দর্শকদের ভালো লাগবে।’

মোশাররফ করিম ও সাফা কবির ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, জাবেদ গাজী প্রমুখ।

You might also like

Comments are closed.