সাত মাসে প্রবাসী আয় বেড়েছে ২৩.৬০ শতাংশ
চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) মোট ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয় দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ২৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
তবে সাত মাসে প্রবাসী আয় বাড়লেও মাসওয়ারি হিসাবে জানুয়ারিতে ছন্দপতন হয়েছে। এ মাসে প্রবাসীরা দেশে যে রেমিট্যান্স পাঠিয়েছেন তা আগের মাসের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম। তবে আগের বছরের একই সময়ের চেয়ে গত মাসে রেমিট্যান্স বেড়েছে প্রায় সাড়ে ৩ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিদনে এ তথ্য পাওয়া গেছে। জানুয়ারি মাস শেষে হালনাগাদ করা এই প্রতিবেদন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে বলা হয়, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকায় এবং প্রবাসে নিয়োগের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রবাসী আয়ের গতি উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পেয়েছে।
চলতি অর্থবছরের অক্টোবর থেকে জানুয়ারি সময়ে প্রতি মাসে গড়ে এক লাখের বেশি কর্মী বিদেশে পাঠানো সম্ভব হয়েছে।
এছাড়া চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে মোট ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার প্রবাসী আয় এসেছে। আগের অর্থবছরের একই সময়ে তুলনায় যা ২৩ দশমিক ৬০ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের সেপ্টেম্বর মাসে গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার। জানুয়ারি মাসে যা বৃদ্ধি পেয়ে ২৫ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলারে (২৯ জানুয়ারি পর্যন্ত) দাঁড়িয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।