সাত বছর পর ছোট পর্দায় মধুমিতা!

আবারও নতুন চমক আনতে চলেছেন লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়। আনন্দবাজার ডট কমের আগেই জানিয়েছিল তাঁর আসন্ন ধারাবাহিকের কথা। এবার জানা গেল, সেই ধারাবাহিকের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে চরিত্রদের লুক সেটের কাজও। সূত্রের খবর, এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে গৌরব চট্টোপাধ্যায় ও শন বন্দ্যোপাধ্যায়কে—একসঙ্গে।

দুই জনপ্রিয় নায়ক যখন একসঙ্গে ছোটপর্দায়, তখন প্রশ্ন একটাই—নায়িকা কে? ইন্ডাস্ট্রিতে ফিসফাস, এই চরিত্রের জন্য লুক টেস্ট হয়েছিল রণিতা দাস, দীপান্বিতা রক্ষিত এবং মধুমিতা সরকারের। তবে শোনা যাচ্ছে, দীপান্বিতা প্রথমেই সরে দাঁড়ান। আর রণিতাকে চরিত্রের সঙ্গে মানানসই মনে হয়নি নির্মাতাদের। তাই শেষমেশ মধুমিতাকেই সম্ভবত চূড়ান্ত করা হয়েছে।
তবে এখানেই রহস্যের গন্ধ। দুই নায়ক আর এক নায়িকা মানেই কি ত্রিকোণ প্রেমের কাহিনি? নাকি অন্য কোনও মোচড় অপেক্ষা করছে? লেখিকা বা নির্মাতা দল এখনও কিছু প্রকাশ্যে আনেননি।
প্রসঙ্গত, গৌরব এখনো ‘তেঁতুল পাতা’ ধারাবাহিকে ব্যস্ত, যা শিগগিরই শেষ হতে চলেছে। অন্যদিকে, শনের ‘রোশনাই’ অনেক দিন আগেই শেষ হয়েছে। ফলে নতুন চরিত্রে ফিরতে তাঁর আর কোনও বাধা নেই। কিন্তু মধুমিতা সরকার কি সত্যিই ফিরছেন ছোট পর্দায়? ডিসেম্বরে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত এই অভিনেত্রী সম্প্রতি জানিয়েছিলেন, আপাতত নিজের জন্য সময় চান। তবে নতুন ধারাবাহিকের প্রস্তাব পেলে কি সিদ্ধান্ত বদলাবেন তিনি? সেই উত্তর সময়ই দেবে।
You might also like

Comments are closed.